শ্রমিক নেতার ওপর সন্ত্রাসী হামলা, যশোরসহ ১০ জেলায় ট্যাংক লরি ধর্মঘ‌ট

আরো পড়ুন

খুলনায় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আল আমিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যশোরসহ ১০ জেলায় মঙ্গলবার (২৯ মার্চ) ভোর থেকে ধর্মঘট পালন করছেন শ্রমিকরা।

অভিযুক্তদের গ্রেফতার করা না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। ধর্মঘটের ফলে খুলনা বিভাগের সব জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে।

সোমবার (২৮ মার্চ) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিন ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ না করে নগরীর নতুন রাস্তা এলাকায় সড়কে ট্যাংক লরি রেখে সড়ক অবরোধ ও ধর্মঘট কর্মসূচি পালন করেছে।

খুলনা বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সোমবার দুপুর পৌনে ১২টার দিকে কাশিপুর বাংলার মোড়ে কতিপয় সন্ত্রাসী হামলা চালিয়ে শ্রমিক নেতা আল আমিনকে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা গুরুতর। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা যে যেখানে ছিলেন সেখানে ট্যাংক লরি রেখে প্রতিবাদ শুরু করেন। নগরীর নতুন রাস্তা মোড়ে দুপুর ১টা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। প্রশাসনের আশ্বাসে বিকেল ৪টায় সড়ক অবরোধ তুলে নেয়া হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ