শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতিকে হত্যার মূল শুটারকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মাসুম।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম রবিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ কমিশনার বলেন, টিপু ও প্রীতি হত্যায় গ্রেফতার মাসুম আরো একাধিক মামলার আসামি। এই হত্যাকাণ্ডে তার সঙ্গে আরো যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
রবিবার দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এর আগে শাহজাহানপুরে জোড়া খুনে জড়িত ওই শুটারকে শনাক্ত করা হয়। এর পরই তাকে দ্রুত গ্রেফতার করতে একাধিক টিম মাঠে নামে। চাঞ্চল্যকর হত্যার পরিকল্পনা থেকে শুরু করে মাঠে বাস্তবায়ন পর্যন্ত যারা যে প্রক্রিয়ায় ছিল তাদের নেটওয়ার্ক সম্পর্কে ধারণা পেয়েছেন গোয়েন্দারা।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত হন জাহিদুল ইসলাম টিপু। একই ঘটনায় নিহত হন যানজটে সড়কে আটকে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি। গুলিতে টিপুর গাড়িচালক মনির হোসেন মুন্নাও আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

