নিজ ঘরেই মারা গেলেন নতুন ইউপি চেয়ারম্যান

আরো পড়ুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সামশুল আলম আলমদার মারা গেছেন।

শুক্রবার (২৫ মার্চ) সকালে নিজ বাসভবনেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

চেয়ারম্যান সামশুল আলমের ছেলে মামুনুর রশীদ রাসেল বলেন, শুক্রবার সকাল ১১ টায় বাবাকে রুমের বিছানায় শুয়ে থাকতে দেখে ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে আমরা পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তখন চিকিৎসকরা জানান, তিনি আগেই মারা গেছেন।

পটিয়া জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রক্তিম দাশ বলেন, শুক্রবার ১২টার দিকে চেয়ারম্যান সামশুল আলমকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। আমরা ধারনা করছি তিনি তার বাড়িতেই মারা গেছেন।

শুক্রবার রাত ৯টায় ছনহরা ইউনিয়নের বায়তুশ শরফ জামে মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ