আজ সেঞ্চুরিয়নে অন্যরকম তিনটি সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে সাকিব-তামিম

আরো পড়ুন

স্পোর্টস ডেস্ক: জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে হতাশাজনক ফলাফলের পর শেষ ম্যাচের জন্য সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে ফিরেছে বাংলাদেশ দল। আজ বুধবার বিকেল ৫টায় শুরু হতে যাওয়া তৃতীয় ওয়ানডে জিতলেই সিরিজের শিরোপা নিজেদের করে নেবেন তামিম ইকবাল, সাকিব আল হাসানরা।

তবে ম্যাচের ফলাফল যাই হোক না কেন, এই ম্যাচে ভিন্ন রকমের তিনটি সেঞ্চুরি দেখতে পারে বাংলাদেশ। যার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দলের অন্যতম সেরা দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এর মধ্যে তামিমের একাই হতে পারে দুইটি সেঞ্চুরি, সাকিবের অন্যটি।

এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সমান ৯৯টি করে ক্যাচ ধরেছেন সাকিব ও তামিম। দুজনের ম্যাচসংখ্যাও কাছাকাছি। সাকিব ৩৭৫ ম্যাচে ৯৯ এবং তামিম ৩৬২ ম্যাচে ৯৯ ক্যাচ তালুবন্দী করেছেন। আজকের ম্যাচে দুজন একটি করে ক্যাচ নিলেও হয়ে যাবে সেঞ্চুরি।

বাংলাদেশের পক্ষে নন উইকেটকিপারদের মধ্যে ক্যাচের সেঞ্চুরি আছে শুধুমাত্র মাহমুদউল্লাহ রিয়াদের। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৩৭০ ম্যাচ খেলে ধরেছেন ১৫২টি ক্যাচ। বাংলাদেশের দ্বিতীয় ও তৃতীয় ক্রিকেটার হিসেবে এই ক্যাচের সেঞ্চুরির সামনে সাকিব-তামিম।

আন্তর্জাতিক অঙ্গনে ক্যাচের বিশ্বরেকর্ডে অবশ্য অনেক বেশি। শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটার মাহেলা জয়াবর্ধনের ৬৫২ ম্যাচে ধরেছিলেন ৪৪০ ক্যাচ। এছাড়া তিনশর বেশি ক্যাচের রেকর্ড আছে রিকি পন্টিং (৩৬৪), রস টেলর (৩৪৮), জ্যাক ক্যালিস (৩৩৮), রাহুল দ্রাবিড় (৩৩৫) ও স্টিফেন ফ্লেমিংয়ের (৩৩৫)।

এদিকে তামিমের সামনে থাকছে আরও একটি সেঞ্চুরির সুযোগ। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ১০০ ছক্কার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এ বাঁহাতি ওপেনার। এখন পর্যন্ত খেলা ২২৪ ওয়ানডেতে ৯৯টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৮৫ ছক্কার মালিক মুশফিকুর রহিম।

ওয়ানডেতে ছক্কার বিশ্বরেকর্ডেও বেশ দূরে বাংলাদেশ। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি ৩৯৮ ওয়ানডে খেলে সর্বোচ্চ ৩৫১ ছক্কা হাঁকিয়েছেন। এছাড়া তিনশ ছক্কা হাঁকানো অন্য ক্রিকেটার হলেন ক্রিস গেইল। তিনি ২৯৪ ইনিংসে হাঁকান ৩৩১টি ছক্কা।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ