জাগো বাংলাদেশ ডেস্ক: যশোরের বাঘারপাড়ায় তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ মার্চ) দিবাগত রাতে শিশুটির বাবা থানায় মামলা করলে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ অভিযুক্ত আকাশ হোসেন (২৪) ও তার স্ত্রী সীমা খাতুনকে (২১) গ্রেফতার করেছে।
এর আগে শনিবার রাত আটটার দিকে উপজেলার দরাজহাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামের গুচ্ছপাড়ায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, দীর্ঘদিন যাবৎ পুকুরিয়া গ্রামের তার ৯ বছরের শিশুকে খাবারের লোভ দেখিয়ে নিজ বসতঘরে ধর্ষণ করতো সবুর মোল্যা। এ কাজে তাকে সহযোগিতা করতো স্ত্রী সীমা খাতুন। কিন্তু শনিবার (১৯ মার্চ) রাত আটটার দিকে শিশুটি তার প্রতিবেশী এক কাকিকে বিষয়টি জানায়। এরপর তিনি আশপাশের লোকজন ও তাদের (শিশু) পরিবারকে বিষয়টি জানালে তারা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে গুচ্ছপাড়ার নিজ বাড়ি থেকে অভিযুক্ত ভ্যানচালক ও তার স্ত্রীকে গ্রেফতার করে।
বাঘারপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মকবুল হোসেন বলেন, শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষক পুকুরিয়া গ্রামের সবুর মোল্যার আকাশ হোসেন ও ধর্ষণে সহায়তাকারী তার স্ত্রী সীমা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা হয়েছে। এ ছাড়া ম্যাজিস্ট্রেটের সামনে ২২ ধারায় তার জবানবন্দী রেকর্ড করা হয়েছে।
জাগো/এমআই

