জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: জনতার সাথে সিআইডি পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে আটক হয়েছে এক যুবক।
সোমবার (২১ মার্চ) সন্ধ্যায় তাকে সাতক্ষীরা জেলার ত্রিশ মাইল নামকস্থান থেকে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম আছাদুল ইসলাম রুবেল (২৪)। তিনি সদর উপজেলার কাশিমপুর গ্রামের আব্দুর ছামাদের ছেলে।
পাটকেলঘাটা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নারায়ন চন্দ্র মন্ডল স্থানীয়দের বরাত দিয়ে জানান, সন্ধ্যায় ত্রিশ মাইল এলাকায় জৈনেক এক সেনা কর্মকর্তার সাথে সিআইডি পুলিশ পরিচয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই যুবক। এক পর্যায়ে তিনি তার কাছে থাকা পুলিশের ওয়াকিটকি বের করে। এ সময় বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানায়, রুবেল পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে বেড়ায়। ইতোপূর্বে তিনি জেলার বাইরে বেশ কয়েকবার জনতার হাতে গণধোলাইসহ কারাবরণ করেছে। বর্তমানে তার নামে দুটি মামলা রয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় জানান, রুবেল নামে এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি ওয়াটকি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

