যশোরের সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে মিরাজ হোসেন (১৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ মার্চ) দুপুরে এনায়েতপুরে ধান ক্ষেতে কাজ করার সময় তার মৃত্যু হয় বলে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য খাইরুল ইসলাম জানিয়েছেন।
মিরাজ হোসেন এনায়েতপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে। সে খাজুরা ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলো।
মিরাজের বোন রিক্তা খাতুন জানান, সোমবার সকাল ৯টার দিকে মিরাজ ও ছোটভাই জাহিদ ধান ক্ষেত পরিচর্যার কাজে বের হয়। দুপুরে সবাই বাড়ি ফিরলেও মিরাজ ফেরেনি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে দেখা যায় ধান ক্ষেতের মধ্যে মিরাজের নিথর দেহ পড়ে আছে।
স্থানীয় সাংবাদিকরা জানান, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় তারা মামলা করেননি।

