গতি বাড়িয়ে ধেয়ে আসছে ‘অশনি’, আছড়ে পড়বে সোমবার বিকেলে

আরো পড়ুন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আন্দামান নিকোবর দ্বীপুঞ্জের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের ওপর সৃষ্ট নিম্নচাপটি ক্রমে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এগোচ্ছে।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার ভোরে এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে। তার পর সেটি বিকেল সাড়ে ৫টা নাগাদ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আছড়ে পড়বে। এই সময় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৬৫-৭৫ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ পৌঁছাবে ঘণ্টায় ৮৫ কিলোমিটার। তারপর সেটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবারের মধ্যে উত্তর মায়ানমার ও দক্ষিণ-পূর্ব বাংলাদেশ উপকূলে পৌঁছাবে।

এই মুহূর্তে নিম্নচাপটি পোর্ট ব্লেয়ার থেকে ২১০ কিমি দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে এবং মায়ানমার থেকে ৮৭০ কিমি দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি গভীর নিম্মচাপে পরিণত হবে। এবং পরবর্তী ১২ ঘণ্টায় সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে।

নিম্নচাপের কারণে রবিবার সকাল থেকেই আন্দামানের বেশির ভাগ জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড় অশনির মোকাবিলায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর জাহাজ এবং বিমানের মাধ্যমে মৎস্যজীবীদের সময়ে সময়ে সতর্কবার্তা পাঠানো হচ্ছে। আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপটি যতই আন্দামান উপকূলের দিকে এগিয়ে আসছে হাওয়ার গতিবেগ বাড়ছে। সেই সঙ্গে উত্তাল হচ্ছে সমুদ্রও।

ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ১৯ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে পর্যটনের বিষয়টি বন্ধ রাখা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ