নিজস্ব প্রতিবেদক: যশোরে অনুরাগ ইসলাম অপু (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ মার্চ) দিনগত রাত সাড়ে ৯টার দিকে যশোর সদর পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর শফিকুল আলম শহরের খালধার রোড থেকে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে দুইটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
আটক অপুর বাড়ি খালধার রোড এলাকায়। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, নারী পাচার, ডাকাতি, মাদকসহ অর্ধডজন মামলা রয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অপুকে অস্ত্রসহ আটক করা হয়েছে। আটক অপু একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা, ধর্ষণ, নারী পাচার, ডাকাতি, মাদকসহ অর্ধডজন মামলা রয়েছে। আটক অপুর বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

