ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ৩৮ ঘণ্টার কারফিউ জারি

আরো পড়ুন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ গড়িয়েছে ২৪তম দিনে। এখনো চলছে লড়াই। এরই মধ্যে ইউক্রেনের সামরিক বাহিনী দেশটির র শহর জাপোরিঝজিয়ায় ৩৮ ঘণ্টার কারফিউ জারি করেছে।

শনিবার দুপুর ২টা থেকে সোমবার সকাল পর্যন্ত কার্যকর থাকবে কারফিউ। শহরটির ডেপুটি মেয়র আনাতোলি কুর্তিয়েভ বিষয়টি নিশ্চিত করেন।

অনলাইন এক পোস্টে তিনি বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন এবং বাড়ির বাইরে যেতে বারণ করেছেন।

মারিউপোল রাশিয়ার সেনারা অবরুদ্ধ করলে এই আঞ্চলিক শহরটি দেশটির মানুষদের পালানোর বড় বিকল্প পথ হয়ে ওঠে। এখন পর্যন্ত এই ট্রানজিট দিয়ে দেশ ছেড়েছেন ৩৫ হাজার ইউক্রেনীয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। ইউক্রেন-রাশিয়ার লড়াই গড়িয়েছে ২৪তম দিনে। এরই মধ্যে কয়েকশ মানুষ হতাহতের খবর পাওয়া গেছে দেশটিতে। ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় ২৭ লাখ মানুষ। যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা দিলেও থামতে নারাজ পুতিন সরকার।

সূত্র: রয়টার্স

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ