সরকারি গাছ কেটে নিচ্ছিলেন মেম্বর, হাতেনাতে ধরলো জনগণ

আরো পড়ুন

জেলা প্রতিরিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের পাশ থেকে সরকারি প্রায় ২৫ হাজার টাকার একটি গাছ কেটে নেয়ার অভিযোগে আবু মিয়া নামের এক ইউপি সদস্যকে (মেম্বর) হাতেনাতে ধরেছে জনগণ। পরে গাছগুলো জব্দ করে চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ আলী মিয়ার জিম্মায় রাখা হয়।

শনিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা বন কর্মকর্তা আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু মিয়া চরমার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। উপজেলার তোরাববগঞ্জ-মতিরহাট সড়কের মুন্সিরহাটের পশ্চিম বাজার এলাকা সড়ক থেকে তিনি শ্রমিক দিয়ে গাছটি কাটেন।

বন কর্মকর্তা আবদুল কাদের জানান, মানবিক উন্নয়ন কেন্দ্র প্রশিকা তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবগঞ্জ বাজার থেকে চরমার্টিন ইউনিয়নের বলিরপোল পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়কের দুপাশে গাছ রোপণ করেছেন। কিন্তু প্রশিকার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় গাছগুলো সরকারের অধীনে অন্তর্ভুক্ত হয়। ওই গাছগুলোর কিছু আবার প্রশিকার স্থানীয় লোকজনের অন্তর্গত। কিন্তু শুক্রবার দুপুরে সরকারি একটি চাম্বুলগাছ ইউপি আবু মিয়া কেটে নিয়ে যাচ্ছিলেন। যার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা। পরে গাছটি জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।

তিনি আরো জানান, গাছগুলো সরকারি অধীনে হলেও সরাসরি বন বিভাগের অন্তর্ভুক্ত নয়। এর মালিক জেলা প্রশাসক। তার রেজল্যুশন নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা করা হবে।

চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া বলেন, ঘটনার সময় আমি ঢাকায় ছিলাম। গ্রাম পুলিশের মাধ্যমে গাছটি আমার জিম্মায় রাখা হয়। মেম্বর কী কারণে গাছ কেটেছেন জানতে পারিনি।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কামরুজ্জামান বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে রবিবার সভা রয়েছে। সেখানে বিষয়টি উপস্থাপন করা হবে। জেলা প্রশাসক ও জেলা বন কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জাগো/এস

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ