সাতক্ষীরায় কোটি টাকা মূল্যের ৩৭৪ টি মোবাইল ফোন উদ্ধার

আরো পড়ুন

সাতক্ষীরা প্রতিনিধি : দেশে প্রথমবারে মত হারানো মোবাইল খুঁজে মালিকের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী । ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা পুলিশ এ কাজ শুরু করে দিয়েছে । সাতক্ষীরায় গত দশ মাসে ৩৭৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার সহ বিকাশ থেকে প্রতরনার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়।

বুধবার (১৬মার্চ ) সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক হারানো ৫৫টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর কালে কথাগুলো বলেন, সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, আইন অনুযায়ী মোবাইল ফোন উদ্ধার করতে গেলে তার মালিককে মামলা করতে হয় । তারপর পুলিশ মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনটি কোর্টে প্রেরণ করবে। মালিক আবার কোর্ট থেকে মোবাইল ফোনটি ফিরিয়ে নেবে। এই প্রক্রিয়ায় ফোন ফিরে পেতে দীর্ঘ সময়ের লেগে যায় । এ কারনে জেলা পুলিশের
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি বিকাশে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার ফেসবুকে প্রতারণাসহ সাইবার ক্রাইম নিয়ে কাজ করছে। পুলিশ সার্বক্ষণিক আন্তরিক হয়ে জনগণকে সেবা প্রদান করে যাচ্ছে। এতে জনগণের পুলিশের প্রতি আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, গত এপ্রিল মাস থেকে আমরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কাজ শুরু করি। গত ১০ মাসে মোট ১ হাজার ৫৫ টি জিডির বিপরিতে ৩৭৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য ১ কোটি টাকা এছাড়া বিকাশের মাধ্যমে ভুল নাম্বারে চলে যাওয়া ২ লক্ষাধিক টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রধান ইকবাল হোসেন, জেলা পুলিশের বিশেষ শাখার ওসি মিজানুর রহমান সহ মোবাইলফোনের মালিকগন সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সেখানে উদ্ধার হওয়া ৫৫টি মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে ভুলে চলে যাওয়া ৫১ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ