নিজস্ব প্রতিবেদক: যশোরে দূর্বৃত্তের ছুরিকাঘাতে রোবায়েত হোসেন রাতিন (১৫) নামে স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। আহত রাতিন এখন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে ১৫ মার্চ বিকাল ৫ টার দিকে শহরের মুজিব সড়কে জিলা স্কুলের পাশে গলির মধ্যে। আহত রোবায়েত হোসেন রাতিন শহরের শংকরপুর আস্রম রোডের কামাল হোসেন তুহিনের ছেলে।
রাতিন বলে, আমি কোচিং শেষে জিলা স্কুলের সামনে দাঁড়িয়ে ছিলাম। এসময় ৩জন দূর্বৃত্ত এসে বাম পায়ে ও পিঠে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় যশোর জেনারেল হাসপাতালে আসি।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ বলেন, ডান পায়ের ক্ষত হয়েছে। তার অবস্থা গুরুতর।
জাগো/এমআই

