গিয়েছিলেন সুস্থ হতে, ফিরলেন লাশ হয়ে

আরো পড়ুন

ময়মনসিংহ ব্যুরো: মহানগরীর সানকিপাড়া এলাকার প্রাপ্তি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে অমিত দেবনাথ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ মার্চ) রাতে নিরাময় কেন্দ্রে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর থেকে নিরাময় কেন্দ্রের দায়িত্বশীল কাউকে খুঁজে পাওয়া যায়নি।

নিহত অমিত গফরাগাঁও উপজেলার চিত্ত রঞ্জন দেবনাথের ছেলে। সে গত বছরের ২২ নভেম্বর থেকে মাদক নিরায়ম কেন্দ্রে ভর্তি ছিলেন।

প্রাপ্তি নিরাময় কেন্দ্রের সুমন নামের এক রোগী বলেন, অমিতকে না পেয়ে খোঁজ করতে গিয়ে দেখি কনফারেন্স রুমের ফ্যানের সঙ্গে তার দেহ ঝুলছে। পরে খোকন নামে একজনকে সঙ্গে নিয়ে লাশ নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক খোরশিদুল আলম বলেন, রোগী অমিতের লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তবে বিষয়টি আমাকে বা পুলিশকে তাৎক্ষণিক জানানো হয়নি, জানানো হয়েছে রাতে। বিষয়টিকে রহস্যজনক উল্লেখ করে তদন্তের কথা বলেন তিনি।

রোগীর মা অমিতা দেবনাথ জানান, আমার ছেলেকে মাদকাসক্তি থেকে সুস্থ করার জন্য নিরাময় কেন্দ্রে ভর্তি করেছিলাম। ছেলে যে লাশ হয়ে ফেরত আসবে তা ভাবতেও পারি নাই। কী কারণে, কীভাবে অমিতের মৃত্যু হলো তা তদন্ত করে আসল ঘটনা তুলে আনার জোর দাবি জানান তিনি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ