ফের বিয়ের পিঁড়িতে বসছেন কণিকা কাপুর

আরো পড়ুন

বিনোদন : প্রথম বিবাহবিচ্ছেদের পর একাই জীবন কাটাচ্ছিলেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী কণিকা কাপুর। তিন সন্তান আর গান নিয়ে ব্যস্ত থেকেছেন সবসময়। জীবনে কোনো কিছুর অভাব না থাকলেও সংগোপনে একাকিত্বে ভুগতেন তিনি। অনুভব করতেন, জীবনের বাকিটা পথ পাড়ি দেওয়ার জন্য একজন বিশ্বস্ত জীবনসঙ্গী খুব প্রয়োজন।

সেই তাড়না থেকে একটা সময় গৌতম নামে একজন প্রবাসী ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়ান কণিকা। প্রায় বছর খানেক সম্পর্কের পর তারা বিয়ে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম।

জানা গেছে, লন্ডনে সাত পাকে বাঁধা পড়বেন তারা। কণিকার প্রথম স্বামীর নাম রাজ চন্দক। তিনিও লন্ডনের বাসিন্দা ছিলেন। পেশাগত দিক থেকে তিনিও ব্যবসায়ী।

রাজকে ১৯৯৮ সালে বিয়ে করেছিলেন কণিকা। ১৫ বছরের সংসারের ইতি টানেন ২০১২ সালে। তারপর বাবার বাড়ির লখনৌতে চলে এসেছিলেন তিনি। শুরু করেন নতুন জীবন।

বলিউডে কণিকার হিটের সংখ্যা নেহাতই কম নয়। বেশ কিছু হিট ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন তিনি। পুরস্কারের ঝুলিও পূর্ণ। মধ্যবয়সে ক্যারিয়ার শুরু করেও আজ তিনি সাফল্যের চূড়ায়। বিতর্ক তার জীবনে এসেছে-গিয়েছে। ওসব নিয়ে মাথা ঘামাননি। যদিও সেগুলো এখন অতীত। শিগগিরই নতুন জীবনে প্রবেশ করতে চলেছেন তিনি। তবে বিয়ে নিয়ে কবে প্রকাশ্যে মুখ খুলবেন— সেটাই এখন দেখার বিষয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ