জেলা প্রতিনিধি, খুলনা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি বলেছেন, খুলনা মহানগর কৃষক লীগ একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। এ্যাড. শাহজাহান কচি’র নেতৃত্বে সংগঠনটি খুলনার রাজনীতিতে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এ সংগঠনটি দেশের কৃষক ও মেহনতী মানুষের অধিকার আদায়ে সবসময় সচেষ্ট ছিলো। স্বৈরাচারবিরোধী সকল আন্দোলনে সংগঠনটির সদস্যরা অনন্য ভূমিকা রেখেছে। আগামী নির্বাচনেও সংগঠনটি তাদের সুশৃঙ্খল কার্যক্রমের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।
রবিবার (১৪ মার্চ) রাত ১০টায় নগরীর শেরে বাংলা রোডস্থ সাংসদের নিজ বাড়িতে মহানগর কৃষকলীগের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ কালে তিনি এসব কথা বলেন।
খুলনায় আগমণ উপলক্ষে নেতৃবৃন্দ এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি এ সময় মহানগর কৃষকলীগ নেতৃবৃন্দকে সাংগঠনিক বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দেন।
এসময়ে মহানগর কৃষক লীগের আহবায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি, সদস্য সচিব অধ্যাপক এবিএম আদেল মুকুল, সদস্য শহীদুল হাসান, কানাই রায়, আবু বক্কর সিদ্দিকী বাবুল, রেজওয়ান আকঞ্জি রাজা, অনীক রায়, জিল্লুর রহমান ডালিম, মাহবুবুর রহমান নাজিমসহ মহানগর কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

