চৌগাছায় গ্রেফতার এড়াতে সেজেছিলেন সাংবাদিক, অবশেষে পুলিশের ফাঁদে ধরা প্রতারক

আরো পড়ুন

রায়হান হোসেন, চৌগাছা (যশোর): যশোরের চৌগাছায় ভুয়া সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয়দানকারী একাধিক মামলার আসামি সবুরকে গ্রেফতার করেছে পুলিশ।

দুইটি মামলার সাজাসহ (একটিতে দেড় বছর অপরটিতে ১ বছর) ৯টি প্রতারণা মামলার আসামি সবুজ উপজেলার চুটারহুদা গ্রামের রওশন আলীর ছেলে।

বুধবার (৯ মার্চ) দুপুর ২টার দিকে সবুরকে উপজেলার কুঠিপাড়া গ্রাম থেকে গ্রেফতার করেছে চৌগাছা থানা পুলিশ।

চৌগাছার মর্জাদ বাওড়ের পাঁচ হাজার ট্রাক মাটি বিক্রির অভিযোগ ব্যবস্থাপকের বিরুদ্ধে!

থানা সূত্রে জানা যায়, মোট ৯টি প্রতারণা মামলার আসামি আব্দুস সবুর একজন চিহ্নিত প্রতারক। ইতোমধ্যে ২টি মামলার তার সাজা হয়েছে। এতোগুলো প্রতারণার মামলা নিয়ে পুলিশের হাত থেকে বাচতে সাংবাদিক ও মানবাধিকার কর্মী সাজেন সবুজ। কোনো মতেই তাকে গ্রেফতার করতে পারছিলোনা পুলিশ। কিন্তু চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজও নাছোড়বান্দা। তাই এতোগুলো মামলার আসামিকে ধরতে নতুন করে ফাঁদ পাতেন তিনি। তার সেই পাতা ফাঁদে বুধবার আটকা পড়ে সবুজ।

চৌগাছায় কীটনাশক দিয়ে সাড়ে পাঁচ লক্ষাধিক টাকার মাছ হত্যা!

ওসি সাইফুল ইসলাম সবুজের নির্দেশনা ও নেতৃত্বে থানার অপর দুজন চৌকশ পুলিশ কর্মকর্তা এসআই বিকাশ চন্দ্র সরকার ও এএসআই শুভেন্দু সবুরের মোবাইল ট্রাকিং শুরু করেন। অবশেষে বুধবার দুপুর ২টার দিকে এসআই বিকাশ ও এএসআই শুভেন্দু সবুরের কুঠিপাড়া বাড়ি থেকে দিকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় সবুরের মাজায় একটি সাংবাদিক ও একটি মানবাধিকার কর্মীর কার্ড ঝুলছিলো বলে নিশ্চিত করেছেন এএসআই শুভেন্দু।

সবুরের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ।

জাগো/বিডি

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ