বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাওলা দ্বি-গঙ্গা এলাকায় মাছের ঘেরে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন স্বপন পোদ্দার (৫০) নামের এক মাছ চাষী।
বুধবার (৯ মার্চ) সকাল ৮টার দিকে এ ঘটনা হয়েছে বলে তার পরিবার জানায়।
নিহত স্বপন পোদ্ধার দ্বি-গঙ্গা গ্রামের ননী গোপাল পোদ্দারের ছেলে।
এলাকাবাসী ও তার পরিবার থেকে জানানো হয়, স্বপন পোদ্দার বুধবার সকালে বাড়ির পাশেই বিলে তার মৎস্য ঘেরে যায়। এখানে প্রতিবেশীর ধানক্ষেতে ইঁদুর নিধনের জন্য দেয়া বিদ্যুতের ফাঁদে পড়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সকাল ৮ টার দিকে তাকে উদ্ধার করে নিয়ে পার্শ্ববর্তী ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার সামদ্দার বলেন, স্বপন পোদ্দারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আনা হয়েছে।

