দুই বছর পর শুরু হচ্ছে প্রাক-প্রাথমিকের ক্লাস

আরো পড়ুন

করোনার প্রকোপের কারণে দুই বছর বন্ধ থাকার পর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৫ মার্চ থেকে এই ক্লাস শুরু হবে।

বুধবার (৯ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত হয়।

প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন (রবি ও মঙ্গলবার) এই ক্লাস হবে বলে বৈঠক সূত্র নিশ্চিত করেছে।

সভায় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। তবে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে শুরু করে উচ্চ শিক্ষা স্তরের প্রতিষ্ঠান খুলে দেয়া হয়। কিন্তু বন্ধ থাকে প্রাক-প্রাথমিক স্তর।

চলতি বছরের শুরুতে সংক্রমণ আবার বেড়ে গেলে ২১ জানুয়ারি থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। গত ২২ ফেব্রুয়ারি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। অবশেষে দুই বছর পর প্রাক-প্রাথমিক স্তরে স্ব-শরীরে ক্লাস শুরুর ঘোষণা এলো

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ