চুরি যাওয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: যশোরে চুরি যাওয়ার একদিন পর শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। রবিবার (৬মার্চ) দুপুরে যশোর শিশু হাসপাতাল থেকে সাতদিন বয়সী শিশুটি চুরি যায়। সোমবার (৭মার্চ) মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালী এলাকা থেকে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

হাসপাতালে স্বজনদের সঙ্গে খোশগল্পে ভাব জমিয়ে রবিবার দুপুরে সবার চোখ ফাঁকি দিয়ে শিশুটি নিয়ে পালিয়ে যায় বোরকা পরিহিত অজ্ঞাত নারী চোর। শিশুটির মা আসমা খাতুন ও বাবা মেহেদী হাসান জনি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ পৌর শহরের বাসিন্দা।

যশোর জেলা পুলিশের মুখপাত্র ডিবি ওসি রুপন কুমার সরকার জানান, রবিবার শিশুটির পিতা কোতয়ালি থানায় মামলা দায়ের করেন। নবজাতক উদ্ধারে পুলিশ তৎপরতা বৃদ্ধি করে। সোমবার বেলা ১২টার দিকে মাগুরার শালিখা থানার সতখালী এলাকা থেকে নবজাতককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাগুরার শতখালি এলাকার আলম শেখের স্ত্রী আকলিকা খাতুন জানিয়েছেন, মাগুরা থেকে যশোরগামী বাসযাত্রী ছিলেন তিনি। এ সময় অজ্ঞাতনামা এক নারী বাসযাত্রী শিশুকে তার (আকলিমা) কাছে রেখে গরমপানি আনার কথা বলে নেমে আর ফিরে আসেনি।

ধারনা করা হচ্ছে, পুলিশের তৎপরতায় চোরেরা টের পেয়ে শিশুটিকে হস্তান্তর করে কৌশলে পালিয়ে চলে যায়। এ ব্যাপারে অপরাধীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। শিশুটিকে পুনরায় শিশু হাসপাতালে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে। সেখানে তার চিকিৎসা প্রদান করা হচ্ছে।

নবজাতকের বাবা মেহেদী হাসান জনি বলেন, রবিবার খোঁজাখুজি করেও আমার ছেলেটার খোঁজ পাইনি। সোমবার পুলিশ দুপুর ১টার দিকে আমাদের ছেলেকে আমার কাছে দেয়। ছেলেকে নিয়ে আমরা হাসপাতালে আছি। ছেলেটি একটু অসুস্থ রয়েছে। পুলিশের চেষ্টায় আমরা ছেলেটি ফিরে পেয়েছি।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ