ডেস্ক রিপোর্ট: রাজশাহী নগরীর হাদীর মোড় এলাকায় এক দোকানির বাড়ি থেকে ৮০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। অভিযান পরিচালনা করে এসব তেল উদ্ধার করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ।
রবিবার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে নগরীর বোয়ালিয়া থানার হাদীর মোড় এলাকার মেসার্স শাহাবুদ্দিন ভ্যারাইটিজ স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী পরিচালক হাসান আল মারুফ দোকানির বাড়ি থেকে ৮০০ লিটার তেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তার দোকানটি ওই এলাকার সবচেয়ে বড় দোকান। অথচ তিনি (দোকানি শাহাবুদ্দিন) বলেন, তার দোকানে তেল নেই। পরে স্থানীয়দের পরামর্শে তার দোকানের গোডাউন ও বাড়িতে অভিযান চালানো হয়। তবে তার দোকান ও গোডাউনে তেল পাওয়া যায়নি। পরে তার তিনতলা বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে একটি রুমে তালাবদ্ধ করে রাখা ৮০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। এসব তেল মজুত করে বেশি দামে বিক্রি করছিলেন দোকানি শাহাবুদ্দিন।’
অবৈধভাবে ভোজ্যতেল মজুত করায় শাহাবুদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। সেই সঙ্গে মজুত করা সব তেল দুদিনের মধ্যে বাজারে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।
জাগো/এমআই

