আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলর দখলকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে দুই অফিসারকে ছুরিকাঘাত করার অভিযোগে ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে।
রবিবার (০৬ মার্চ) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে আল-আকসা মসজিদ প্রাঙ্গণের বাব হুত্তা গেটে এ ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।
ঘটনাস্থলে পৌঁছানোর পর এক মেডিক্যাল কর্মকর্তা ওই কিশোরকে মৃত ঘোষণা করেন। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে দুই কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। তবে এ বিষয়ে ফিলিস্তিনি কর্মকর্তাদের পক্ষ থেকে মন্তব্য করা হয়নি।
ওই ঘটনার পর আল আকসা মসজিদের সব প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহত ওই কিশোর পূর্ব জেরুজালেমের আল তুর এলাকার বাসিন্দা। ওই কিশোর নিহত হওয়ার পর সেখানে অভিযান চালিয়ে তার ভাইকে গ্রেফতার করা হয়।
১৯৬৭ সালে জেরুজালেমের পূর্বাংশ দখল করে ইসরায়েল, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বেশিরভাগ দেশই ইসরায়েলের এই দখলদারিত্ব মেনে নেয়নি।
জাগো/এমআই

