দুর্নীতি রুখে ফুটবলের জন্য স্টেডিয়াম বরাদ্দের দাবি

আরো পড়ুন

যশোর: যশোরে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগের ম্যাচ শামস্-উল-হুদা স্টেডিয়ামে আয়োজনে মাঠ বরাদ্দ দেয়ার জন্য জোর দাবি জানিয়েছে যশোর ফুটবল অ্যাসোসিয়েশন ও ক্লাব কমকর্তারা। এছাড়াও ক্রীড়াঙ্গনের সকল দুর্নীতি রোধের আহবান করা হয়। যশোর বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগের গ্রুপ নির্ধারণী অনুষ্ঠানে এই দাবি জানানো হয়।

শনিবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে উন্মুক্ত ড্রয়ের মাধ্যমে এই গ্রুপ নির্ধারণ করা হয়। ‘এ’ গ্রুপে খেলবে আবাহনী ক্রীড়া চক্র, মোহামেডন স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদ ও কুহেলিকা উন্নয়ন সংঘ। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে ঈদগাহ ফুটবল কোচিং সেন্টার, শেখ সাখাওয়াত স্মৃতি সংঘ, রাহুল স্মৃতি সংসদ, নওয়াপাড়া খেলোয়াড় কল্যাণ ও আজাদ স্পোর্টিং ক্লাব। অনুষ্ঠানে লিগে অংশ গ্রহনকারী ক্লাব গুলোকে ফুটবল প্রদান করা হয়েছে। এছাড়া ২৯ জন অস্বচ্ছল ক্রীড়াবিদ ও সংগঠদের করোনাকালীন আর্থিক প্রণোদনা বিতরণ করা হয়। তাদেরকে এককালীন ১৫শ’ টাকা করে প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। সভাপতিত্ব করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম খয়েরাত হোসেন, মেহেদী হাসান মিন্টু, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল ও কাউন্সিলার রাজিবুল ইসলাম।

বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক খান মোহাম্মদ শফিক রতন, যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শামীম এজাজ, ক্রীড়া প্রতিবেদক আবুল বাশার মুকুল, যশোর জেলা ফুটবল রেফারি সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম বাচ্চু, ঈদগাহ ফুটবল কোচিং সেন্টারের সাধারণ সম্পাদক সোহেল আল মামুন নিশাদ, যশোর জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ