যমেক হাসপাতালের দাবিতে অবস্থান কর্মসূচি সড়ক অবরোধে পরিণত

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক,যশোর: যশোর মেডিকেল কলেজ (যমেক) হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি সড়ক অবরোধে পরিণত হয়।

যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যা হাসপাতালের দাবিতে ৫ মার্চ ২০২২ সকালে কলেজ মোড়ে (শংকরপুর বটতলা) খুলনা -ঝিনাইদহ মহাসড়কে অবস্থান কর্মসূচি শুরু হয়। অবস্থান কর্মসূচির এক পর্যায়ে সড়ক অবরোধ করেন আন্দোলনরত হাজারো জনতা। শ্লোগানে শ্লোগানে মুখর করে তোলেন অবস্থান কর্মসূচীতে যোগ দেয়া হাজার হাজার নারী পুরুষ। ঘণ্টাব্যাপী এ অবরোধে সড়কের গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়।

বক্তারা দাবি করেন ৫০০ শয্যা হাসপাতাল অবিলম্বে স্থাপনের উদ্যোগ নিতে হবে, যদি এ দাবীকে অবহেলা করা হয় তাহলে যশোর অচল করে দেয়ার ঘোষণা দেয়া হয়। একইসাথে দাবি বাস্তবায়নের লক্ষ্যে ৬ মার্চ থেকে ১৫ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করা হয়।

যামেক1

কর্মসূচিতে সূচণা বক্তব্য দেন কমিটির আহ্বায়ক অ্যাড. আবুল হোসেন। বক্তব্য রাখেন যশোর ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্বাবধায়ক ডাঃ আবুল কালাম আজাদ লিটু, ওয়ার্কার্স পার্টি(মার্কসবাদী)র সাধারণ সম্পাদক ইকবাল করির জাহিদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহম্মদ সাঈদ বুলবুল, যশোর আইনজীবী সমিতির সভাপতি শরীফ নূর মোহাম্মদ রেজা, বাসদ নেতা হাসিনুর রহমান, যশোর কলেজের অধ্যক্ষ্য মুস্তাক হোসেন শিম্বা, মেডিকেল কলেজ স্থাপনের আন্দোলনের নেতা মাস্টার হাফিজুর রহমান, চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফুল, মেডিকেল কলেজের জমি দানকারী শরাফত আলী, চাঁচড়ার নেতা আহসান উল্লাহ ময়না, জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি অ্যাড. আব্দুল লতিফ, সুজন দত্ত লালটু, নওরোজ আলম খান চপল প্রমুখ।

সমগ্র কর্মসূচি পরিচালনা করেন আন্দোলন কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু। কর্মসূচি শেষে গণসংগীত পরিবেশন করে উদীচী, পুনশ্চ ও বাউলিয়া সংঘ যশোরের শিল্পীরা। আবৃত্তি পরিবেশন করেন ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ