যশোর: জিয়াউর রহমান রিন্টুকে সভাপতি ও ইব্রাহীম হোসেনকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে যশোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী এই কমিটির অনুমোদন দিয়েছেন।
কমিটিতে সহ সভাপতি করা হয়েছে মানিক মিয়া, মেজবাহ উদ্দিন ইটু ও প্রভাষক অমেদুল ইসলাম। আর আহসান হাবীব বাবু ও আব্দুল হাকীমকে করা হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক।
এছাড়া সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ইমরান হোসেনকে।
উল্লেখিত নেতৃবৃন্দকে আগামী দশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করে যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদকের নিকট জমা দেয়ার জন্য বলা হয়েছে।

