বিশ্ব খাদ্য কর্মসূচির সভাপতি বাংলাদেশ

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: বিশ্ব খাদ্য কর্মসূচির (ডাব্লিউএফপি) সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। রোমভিত্তিক এ সংস্থার ৩৬ সদস্যের কার্যনির্বাহী বোর্ড সোমবার (২৮ ফেব্রুয়ারি) নিয়মিত অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে এক বছরের জন্য সভাপতি নির্বাচিত করে।

রোমের বাংলাদেশ দূতাবাস জানায়, ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং রোমের এফএও, ইফাদ ও ডব্লিউএফপি-তে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শামীম আহসান সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

প্রেসিডেন্ট হওয়ার সুবাদে বাংলাদেশ এখন থেকে নির্বাহী বোর্ডে নেতৃত্বের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় এবং বিদ্যমান কোভিড পরিস্থিতি বিবেচনায় ডব্লিউএফপির সহযোগিতা বৃদ্ধির সুযোগ পাবে বলে মনে করছে দূতাবাস।

রাষ্ট্রদূত আহসান তার সূচনা বক্তব্যে বিশ্বের বিপুল সংখ্যক নাজুক জনগোষ্ঠীকে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ডব্লিউএফপির ভূমিকার গুরুত্ব তুলে ধরে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে বোর্ড সদস্য হিসেবে রাষ্ট্রগুলোর এগিয়ে আসার আহবান জানান।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ