রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরো পড়ুন

ঢাকা অফিস: আজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পঞ্চম দিন । ইতোমধ্যেই ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা বহু দেশ মস্কোর এ আগ্রাসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে। বাংলাদেশসহ বিশ্বের বহু দেশের নাগরিকরা দেশটিতে আটকা পড়েছে। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মন্ত্রিসভায় দীর্ঘক্ষণ আলোচনা হয়। সবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, রোমানিয়া এবং পোল্যান্ডে অবস্থিত দূতাবাস পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আটকে পড়াদের ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ