আমদানি বন্ধ, যশোরে দ্বিগুণ বেড়েছে পেঁয়াজের দাম

আরো পড়ুন

যশোর: যশোরের বাজারে বেড়েই চলেছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। ফলে ক্রমেই অস্থির হয়ে উঠেছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের বাজার। পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ।

সরেজমিনে শহর ও শহরতলির কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা যায়, কোথাও কেজি প্রতি পেঁয়াজের দাম ৪৫ টাকা আবার কোথাও বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

যশোরের বাজারে চার দিন আগে (বৃহস্পতিবার) কেজি প্রতি পেঁয়াজের দাম ছিলো ২৫ থেকে ৩০ টাকা। সেই একই পেঁয়াজ রবিবার বিক্রি হয়েছে ৪৫ থেকে ৬০ টাকায়। চার দিনের ব্যবধানে খুচরা বাজারে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ হয়েছে।

ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় পেঁয়াজের দাম বেড়েছে বলে জানান পেঁয়াজ আমদানিকারকরা।

ব্যবসায়ীরা জানান, গত প্রায় নয় মাস ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে কোনো পেঁয়াজ আমদানি হয়নি। নতুন পেঁয়াজ পাওয়া গেলেও যশোরের বাজারে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়া শুরু করে।

২০২১ সালের ৯ জুন ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান জুবায়ের ইন্টারন্যাশনাল বেনাপোল স্থলবন্দর দিয়ে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে। এরপর থেকে যশোর এবং অন্য জেলার কোনো প্রতিষ্ঠান বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করেনি।

বেনাপোল স্থলবন্দরে পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠান হাবিব এন্টারপ্রাইজের প্রতিনিধি নজরুল ইসলাম বলেন, প্রায় এক বছর ধরে পেঁয়াজ আমদানি হয়নি বেনাপোল স্থলবন্দর দিয়ে। ভারতের ব্যবসায়ীরা পেঁয়াজ রফতানি করছেন না। এছাড়াও বেনাপোলে গাড়ি ও শ্রমিক সংকট। ফলে পেঁয়াজ আনা নেয়া খরচ বেড়েছে বহুগুণ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ