চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষতি

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জেলায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে এক ইঞ্চি পরিমাণের শিলাসহ ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে।

স্থানীয়রা জানান, শিলাবৃষ্টির ফলে রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে পেঁয়াজ, ভুট্টা, গম, কলা, আমের মুকুল, লিচু, সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তারা আরো জানান, দুপুরে আবহাওয়া স্বাভাবিক থাকলেও বিকেল সাড়ে ৩টার দিকে মেঘের মৃদু গর্জন চলতে থাকে। বিকেল ৪টার দিকে হঠাৎ দমকা বাতাস শুরু হয়। সেই সঙ্গে বাড়তে থাকে মেঘের গর্জন। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি। চুয়াডাঙ্গা পৌর শহরের আশপাশের গ্রামগুলোতে প্রচণ্ড শিলাবৃষ্টি আঘাত হানে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ