বেনাপোলে ১০ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে ১০হাজার পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বেনাপোল বাজার থেকে আলাউদ্দিন বাবু (৪৫) নামে এই ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আলাউদ্দিন বাবু বেনাপোল কাগমারী গ্রামের কুদ্দস মল্লিকের ছেলে।

যশোর র‌্যাব-৬ এর কম্পানী কমান্ডার নাজিউর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল কাগমারী গ্রামের আলাউদ্দিন বাবু নামে এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে বেনাপোল পরিবহন এলাকাকায় অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে আমরা বেনাপোল বাজরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে একটি সাইকেলে ঝুলানো একটি ব্যাগসহ আলাউদ্দিন বাবুকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতর থেকে ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আলাউদ্দিন বাবুকে যশোর র‌্যাব হেড কোয়াটারে নেয়া হয়েছে।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ