নড়াইল: জেলার লোহাগড়ায় বাবু সিকদার (৩৫) নামে এক নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মানিকগঞ্জ বাজারের পাশের একটি বাড়ির নিচ থেকে লাশ উদ্ধার করা হয়। তিনি সুলটিয়া গ্রামের আজিবার সিকদারের ছেলে।
পুলিশ জানায়, বাবু সিকদার গত ১০-১৫ আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। গতরাতে স্থানীয়রা মানিকগঞ্জ বাজারের পাশের একটি বাড়ির নিচ লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত বাবু একজন প্রতিবন্ধী তার একটি পা ছিলোনা। তিনি নিখোঁজ ছিলেন।
তিনি আরো বলেন, বাবু সিকদার শরীরের আঘাতের চিহ্ন নেই তবে গলায় একটি দাগ রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

