ডেস্ক রিপোর্ট: যশোরের মণিরামপুরে বিদ্যুতের তারে জড়িয়ে আমেনা খাতুন (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার রাজগঞ্জ বাজারের একটি বাসা বাড়ির তিনতলার ছাদে এ ঘটনা ঘটে। আমেনা ওই বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভাণ্ডারের কর্মচারী ফরহাদের স্ত্রী।
স্থানীয়রা জানান, ফরহাদের বাড়ি যশোর সদর উপজেলার সাতমাইল এলাকার বড় হৈবতপুর গ্রামে। তিনি স্ত্রী আমেনা খাতুনকে নিয়ে রাজগঞ্জ বাজারের রূপ টাওয়ারের তিনতলায় ভাড়া থাকেন।
মঙ্গলবার বিকালে স্ত্রীকে নিয়ে টাওয়ারের ছাদে ওঠেন ফরহাদ। একপর্যায়ে স্ত্রীকে ছাদে রেখে নিচে একটি দোকানে খাবার কিনতে আসেন তিনি।
এসময় ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের উচ্চ ক্ষমতাসম্পন্ন মেইন তারে অসাবধানতাবশত স্পর্শ লাগে আমেনার। তখন ছিঁটকে পাশের টয়লেটের ছাদে পড়ে মারা যান তিনি।
রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের এসআই লিটন হোসেন বলেন, বাসার ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন তারে জড়িয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে।

