ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধীনস্থ বাড়াদী বিওপি’র জওয়ানরা অভিযান চালিয়ে আধা কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছে।
শনিবার (২৯ জানুয়ারি) রাতে চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবি’র অধিনায়ক, পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনাটি জানানো হয়েছে।
জানা যায়, এদিন বিকালে বাড়াদী বিওপি’র নায়েব সুবেদার মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জেলার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তের মেইন পিলার ৮০ হতে ৮’শ মিটার বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর গ্ৰামের জোড়া ব্রীজ নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৯৫ গ্ৰাম ওজনের (৪২.৪৪ ভরি) সোনার বার উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকৃত সোনার বারগুলোর আনুমানিক মূল্য ৩১ লাখ ৮৩ হাজার টাকা।
এগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করা সহ দর্শনা থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।

