ডেস্ক রিপোর্ট : যশোরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাহমুদুল ওরফে শিমুল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ জানয়ারি) ভোর সোয়া ছয়টার দিকে সদর উপজেলার দেয়াড়া ফরিদপুর নতুন বাজার থেকে ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। আটক শিমুল শার্শা উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা।
কোতোয়ালি থানার এসআই কামাল হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে ফরিদপুর বাজার অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেনসিডিলসহ শিমুলকে গ্রেফতার করা হয়। শিমুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। কোতয়ালি থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা হচ্ছে।

