ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নাঈম ইসলাম (২৪) নামে এক রংমিস্ত্রি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে কালীগঞ্জ শহরের আড়পাড়া নদীপাড়ার একটি বাড়িতে কাজ করার সময় তিনি মারা যান। নিহত যুবক একই উপজেলার কাদিরকোল গ্রামের নজরুল ইসলামের ছেলে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমাইয়া আফরিন জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিলো।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলেবুর রহমান জানান, নদীপাড়া প্রবাসী আনিচের দ্বিতল ভবনে রঙের কাজ করছিলেন মিস্ত্রিরা। তার বাড়ির উপর দিয়ে ৩৩ হাজার ভোল্টেজের তার চলে গেছে। কাজ করার সময় অসাবধানবশত হাই ভোল্টেজ তারে স্পৃষ্ট হন নাঈম। এসময় সহযোগী মিস্ত্রি তুষার উদ্ধার করতে গেলে তিনিও আহত হন। তুষারকে মারাত্বক অসুস্থ্ অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ