পরী রাজের দেনমোহর ১০১ টাকা

আরো পড়ুন

বিনোদন ডেস্ক: বাংলা সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। গতকাল শনিবার (২২ জানুয়ারি) রাতে জমকালো আয়োজন করে বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজকে। এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) হলুদ অনুষ্ঠান আয়োজন করেন তারা।

সাদা-হলদে ফুলে সাজানো হয়েছে বর-কনের মঞ্চ। দুজনের গায়ে ছিলো খয়েরি ও সোনালী কাপড়ের প্রচ্ছদ। অতিথির তালিকায় ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা।

পরীর বিয়ে

বিয়েতে উপস্থিত থাকা পরিচালক গিয়াস উদ্দিন সেলিম গণমাধ্যমকে জানান, ১০১ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা হয় পরীমনি ও রাজের। এই বিয়েতে উকিল হয়েছেন পরিচালক রেদওয়ান রনি।

এর আগে এক সহকারী পরিচালককে ১ টাকা দেনমোহরে বিয়ে করেন পরীমনি। সেই বিয়ে আলোচনায় এসেছিলো। তবে সংসার টেকেনি খুব বেশিদিন। তবে রাজ-পরী দম্পতি আভাস দিচ্ছেন সুখে দুঃখে আজীবন পাশে থাকার। এরইমধ্যে তাদের সংসার আলো করে এক সন্তান আগমনের মতো সুখবরও মিলেছে।

পরীর বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত পরিচালক চয়নিকা চৌধুরী জানান, এই আয়োজন ছিল বিয়ের আনুষ্ঠানিকতা মাত্র। কারণ তারা আগেই বিয়ে করেছে। শুধু দুই পরিবারের স্বজনদের পরিচয় আর নিজেদের বিয়ের আনুষ্ঠানিকতা পালনের জন্যই এই হলুদ ও বিয়ের আয়োজন।

প্রসঙ্গত, গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমার শুটিং সেটে পরীমনি ও শরীফুল রাজের প্রেমও বিয়ে হয়। সম্প্রতি পরীমনি মা হওয়ার ঘোষাণা দেওয়া পর। তিনি জানান গত ১৭ অক্টোবর বিয়ে করেছেন অভিনেতা শরিফুল ইসলাম রাজকে।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ