কোয়ার্টার ফাইনালে বাংলাদেশর প্রতিপক্ষ ভারত

আরো পড়ুন

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের গণ্ডি পার করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃষ্টি আইনে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে টাইগার যুবারা। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপ ‘এ’ এর চ্যাম্পিয়ন ভারত।

সেন্ট কিটসে এদিন টস জিতে সংযুক্ত আরব আমিরাতকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় লাল-সবুজের প্রতিনিধি। বাংলাদেশি বোলারদের বোলিং তোপে খুব বেশি সুবিধা করতে পারেনি আমিরাত। ১৪৮ রানে গুটিয়ে যায় তারা। বাংলাদেশের হয়ে রিপন মন্ডল নেন সর্বোচ্চ ৩ উইকেট। ২টি করে উইকেট পান তানজিম হাসান সাকিব ও আশিকুর জামান। ।

বাংলাদেশের ব্যাটিংয়ের সময় নামে বৃষ্টি। ফলে বৃষ্টি আইনে জুনিয়র টাইগারদের লক্ষ্য দাঁড়িয়েছিল ৩৫ ওভারে ১০৭ রান। ২৫ ওভারেই সেই লক্ষ্য টপকে যায় বাংলাদেশ। দুই ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ও ইফতেখার হোসেন ইফতি গড়েন ৮৬ রানের জুটি। দলের জয়ের ভিত গড়ে দিয়ে ইফতি ফেরেন ৭০ বলে ৩৭ রান করে।

প্রান্তিক নওরোজ নাবিলকে নিয়ে বাকি কাজটুকু সারেন রবিন। নাবিল ১০ বলে ৫ রানে অপরাজিত থাকে। রবিন ৬৯ বলে ৬৪ রানের এক নান্দনিক ইনিংস খেলেন। ম্যাচসেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন রবিন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা।

৯ উইকেটের এই জয়ে গ্রুপ রানারআপ হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষে ভারত।

সংক্ষিপ্ত স্কোর:

সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব ১৯ দল ১৪৮/১০ (৪৮.১ ওভার)
পূণ্য ৪৩, ধ্রুব ৩৩, আলিশান ২৩;
রিপন ৩/৩১, আশিক ২/১৪, সাকিব ২/৩২।

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ১১০/১ (২৪.৫ ওভার)
রবিন ৬৪*, ইফতি ৩৭, নাবিল ৫*
যশ ১/১৭।

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ৯ উইকেটে জয়ী।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ