‘অর্ধেক জনবল নিয়ে চলবে অফিস-আদালত’

আরো পড়ুন

ঢাকা অফিস : প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বাড়তে শুরু করেছে মৃত্যুহারও। এই পরিস্থিতিতে সরকারি-বেসরকারি অফিস, আদালত অর্ধেক জনবল নিয়ে চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্য অধিদফতরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিয়ে, ধর্মীয়, রাজনৈতিক অনুষ্ঠানে মানুষ জমায়েত হচ্ছে, সংক্রমিত হচ্ছে। এজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে একশ’ জনের বেশি জমায়েত হতে পারবে না।

অর্থনীতি সচল রাখতে সংক্রমণের লাগাম টেনে ধরতে হবে। এজন্য বিধিনিষেধ মেনে চলতে হবে। এখন পযর্ন্ত ১৫ কোটি ডোজের বেশি টিকা দেওয়া হয়েছে। আরও ৯ কোটি ডোজ টিকা মজুদ আছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ