ঢাকা অফিস: করোনাভাইরাসের সংক্রমণের হার ২০ শতাংশের বেশি হলেও এখনো লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
করোনা পরিস্থিতি বিষয় নিয়ে সোমবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় সংবাদ সম্মেলনে এসে তিনি এ কথা জানান।
করোনা শনাক্তের হার ২০ শতাংশের বেশি হওয়ায় গত বছর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিলো সরকার। আজ করোনা শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ। এমন পরিস্থিতিতে লকডাউনের পরিকল্পনা রয়েছে কি না জানতে চাইলে মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, সংক্রমণ দ্রুত বাড়ছে, আমরা বিষয়টি নজরে রাখছি। এখন পর্যন্ত লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি।
‘পরিস্থিতি বিবেচনা করে লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়। শুধু করোনা শনাক্তের হার বা সংক্রমণ ও মৃত্যুর বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হয় না। জীবিকা ও অর্থনীতির বিষয়টিও আমাদের মাথায় রাখতে হয়।’
স্বাস্থ্যবিধি না মেনে লকডাউন দেয়ার মতো পরিস্থিতি তৈরি না করার অনুরোধ জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এমন পরিস্থিতি আমরা তৈরি করবো না যাতে লকডাউন দিতেই হয়।
সব ধরনের সামাজিক অনুষ্ঠান বন্ধ করার অনুরোধ জানান তিনি।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, রাজধানী ঢাকাসহ সারাদেশে এক স্থান থেকে আরেক স্থানে বহু মানুষ প্রতিদিন যাতায়াত করছে। এতে করোনার সংক্রমণ ব্যাপক ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সংক্রমণ রোধে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শুধু পরীক্ষা ও শনাক্ত করলেই চলবে না।
জাগোবাংলাদেশ/এসএ

