সাবেক বিচারপতি টিএইচ খান আর নেই

আরো পড়ুন

জাগো বাংলাদেশ ডেস্ক: সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও অবসরপ্রাপ্ত বিচারপতি মো. তাফাজ্জল হোসেন (টিএইচ) খান আর নেই। গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ১০২ বছর।

মরহুমের বড় ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী আফজাল এইচ খান বলেন, ‘বাবা বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। শনিবার রাতে দুর্বলতার কারণে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (গতকাল) সন্ধ্যায় তিনি মারা যান।

প্রবীণ এ আইনজীবীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গতকাল শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুমের আত্মার মাগফিরাত এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

১৯২০ সালের ২১ অক্টোবর ময়মনসিংহের হালুয়াঘাটে জন্মগ্রহণ করেন টিএইচ খান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে এমএ করার পর একই বিশ্ববিদ্যালয়ে আইনে ডিগ্রি নেন। ১৯৪৭ সালে আইন পেশা শুরু করেন। ১৯৬৮ সালের মার্চে পূর্ব পাকিস্তান হাইকোর্টে বিচারপতি হিসেবে যোগ দেন। ১৯৭৩ সালের জুলাই থেকে পুনরায় আইন পেশায় নিয়োজিত হন টিএইচ খান। ১৯৭৪ সালের পর ১৯৯৪ সালেও তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) সভাপতি নির্বাচিত হন। ১৯৯৫ সালে তিনি সাউথ এশিয়া জোনে আন্তর্জাতিক অপরাধ কোর্ট রুয়ান্ডা ট্রাইব্যুনালে বিচারকের দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্রতিষ্ঠার পর থেকে ২০১১ সাল পর্যন্ত সংগঠনটির সভাপতি ছিলেন।

বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য টিএইচ খান জীবন সায়াহ্নে দলটির ভাইস চেয়ারম্যান ছিলেন। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি টিকিটে ১৯৭৯ সালের নির্বাচনে টিএইচ খান সংসদ সদস্য নির্বাচিত হন। পরে আইন, শিক্ষা, ধর্মসহ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরশাদের শাসনামলে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সম্পৃক্ত থাকায় তাকে কারাবন্দি হতে হয়েছিল।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ