বিনোদন ডেস্ক: ঢালিউডে সমালোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে তার ঢালিউডে যাত্রা শুরু হয়। এই সিনেমার মাধ্যমে শারমিন নিপা হয়ে যান চিত্রনায়িকা মাহিয়া মাহি। শুধু সিনে পাড়াই নয়, সর্বত্রই এই নামে এখন তার বিচরণ হয়ে গিয়েছে।
তবে গত কাল শনিবার (১৫ জানুয়ারি) থেকে তিনি আর শুধু ‘মাহিয়া মাহি’ নন। তার নামের মাঝে অবস্থান নিয়েছে সরকার! এখন থেকে তিনি ‘মাহিয়া সরকার মাহি’।
কারণ স্বামীর পদবিটা নিয়েছেন তিনি। জুড়ে দিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে। ফেসবুক প্রোফাইলে এ পরিবর্তন এনেছেন মাহি। নাম পাল্টানোর সঙ্গে সঙ্গে স্বামীর সাথে তোলা তিনটি ছবিও গতকাল পোস্ট করেন নায়িকা। ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।’
জাগোবাংলাদেশ/এমআই

