২০ দিন পর ইতালি থেকে দেশে ফিরলো যুবকের মরদেহ

আরো পড়ুন

মৃত্যুর ২০ দিন পর ইতালি থেকে দেশে ফিরেছে আবু বক্করের মরদেহ। গতকাল বৃহস্পতিবার (২২ মার্চ) রাতে তার মরদেহ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সদাবরী গ্রামে পৌঁছে।

আবু বক্কর ওই উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের ঈদগাহ পাড়ার সওদার মণ্ডলের ছেলে। গতকাল রাতেই নিজ গ্রামের কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, জীবিকার তাগিদে ১৪ বছর আগে ওমানে যান আবু বক্কর (৩৫)। সেখান থেকে দুবাই, এবং দীর্ঘদিন থাকার পর অবশেষে তিনি ইতালিতে চলে যান। সেখানে ৩ বছর থাকার পর গত ১ মার্চ আবু বক্কর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে সেখানেই মৃত্যুবরণ করেন।

২০ দিন পর যখন আবু বক্করের মরদেহ বাড়িতে পৌঁছায় তখন এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে।

বাবা মো. সওদার বলেন, “১৪ বছর আগে বিদেশে যায় আমার ছেলে। সেখানে একটি ফার্মে কাজ করতেন। ছেলের মুখটি দেখার জন্য ২০ দিন অপেক্ষায় ছিলাম।”

জাগো/এসআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ