চুয়াডাঙ্গায় গাঁজা চুরি নিয়ে সংঘর্ষ, আহত ৩

আরো পড়ুন

চুয়াডাঙ্গায় গাঁজা চুরি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের তিন যুবক আহত হয়েছেন।

শনিবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজন ভাই, যারা সাতগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে – নাঈম (২৫) ও নয়ন (২৩)। অন্য আহত ব্যক্তি হলেন একই গ্রামের মনিরের ছেলে বিপ্লব হোসেন (২১)।

স্থানীয়দের জানানো মতে, এলাকার এক মাদক কারবারি তার বাড়ির পাশের ভুট্টাক্ষেতে গাঁজা লুকিয়ে রেখেছিলেন। সেখান থেকে কেউ গাঁজা চুরি করে সাতগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নাঈমের কাছে দিয়ে দেয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে নাঈমের সাথে ওই মাদক কারবারির দ্বন্দ্বের সৃষ্টি হয়। একপর্যায়ে দু’পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হন নাঈম, তার ছোট ভাই নয়ন ও বিপ্লব। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন জানান, তিনজনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইন্দ্রজিত রায় বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মাদক নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ