খুতবার সময় মসজিদে হামলায় ইমামসহ আহত ১৫

আরো পড়ুন

বাগেরহাটে মসজিদে হামলায় ইমামসহ ১৫ জন আহত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) জুমার নামাজের আগে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, মসজিদের ইমাম ক্বারী আবু ইউসুফ (৩৮), বীর মুক্তিযোদ্ধা সুলতান আলী হাওলাদার (৭১), তার ছেলে এনামুল হক হাওলাদার (৪৮), নাতী রাব্বি হাওলাদার (২৫), মুসল্লি ওবায়দুল হাওলাদার (৪০)।

অপরপক্ষের হালিমা বেগম (৩৫), আসমা বেগম (৩৮), এনায়েত হাওলাদার (৫৫), ইসরাফিল হাওলাদার (২১), তরিকুল ইসলাম জয়সহ (১৪) কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় মুসল্লিরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের প্রতি দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।

জানা গেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের বরইতলা গ্রামে হেলালিয়া জামে মসজিদে দুপুর ১টার দিকে ৬০-৭০ জন মুসল্লি জুমার নামাজের জন্য খুতবা শুনছিলেন।

এ সময় মসজিদের সভাপতি জমিদাতা বীর মুক্তিযোদ্ধা মো. সুলতান আলী হাওলাদারের সঙ্গে প্রতিবেশী হেমায়েত উদ্দিন দিহিদারের জমি নিয়ে বিরোধের জেরে হেমায়েত উদ্দিনের নেতৃত্বে ২০-৩০ জন নারী পুরুষ সংঘবদ্ধভাবে মসজিদে ঢুকে বীর মুক্তিযোদ্ধা সুলতান হাওলাদারকে এলোপতাড়ি মারপিট শুরু করে।

এ সময় মুসল্লিরা বাধা দিলে হামলাকারীরা মসজিদের মধ্যে এলোপাতাড়ি ইটপাটকেল ছুঁড়তে থাকে।

জাগো/এসআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ