ভয়াবহ আগুনে ৪ হাজার বিঘা পানবরজ পুড়ে ছাই!

আরো পড়ুন

কুষ্টিয়ার ভেড়ামারায় রোববার (১০ মার্চ) বেলা ১১টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে আগুনের লেলিহান শিখায় পুড়েছে প্রায় চার হাজার বিঘার পানবরজ। প্রায় সাত ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণহীন ছিল।

ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা গ্রামের জিআরপি ক্যাম্পের নিচে মিলন আলির পানের বরজে।

প্রায় ৪ হাজার বিঘা পানবরজ পুড়ে ছাই। বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগে। কৃষকদের অপরিসীম ক্ষতি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়।
পরে কুষ্টিয়া সদর থানা, মিরপুর উপজেলা, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঈশ্বরদী উপজেলার ফায়ার সার্ভিসের ১২ ইউনিট এসে ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পান ব্যবসায়ী গোঁসাইপাড়ার সাহেব বলেন, তিনি এক কোটি টাকার পানবরজ হারিয়েছেন।

স্থানীয় এমপি কামারুল আরেফিন বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সরকারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।

এই ঘটনা কৃষকদের জন্য এক মহাবিপর্যয়। সরকারের উচিত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করা এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

জাগো/এসআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ