বাংলাদেশ কারাতে ফেডারেশনের উদ্যোগে প্রথমবারের মতো কারাতে রেফারী সেমিনার ও রেফারী লাইসেন্সিং পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত

আরো পড়ুন

বাংলাদেশ কারাতে ফেডারেশনের উদ্যোগে প্রথমবারের কারাতে রেফারী সেমিনার ও রেফারী লাইসেন্সিং পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

২ দিন ব্যাপী অনুষ্ঠিত লাইসেন্সিং পরীক্ষা শেষে আজ শনিবার ঢাকার বেইলী রোডস্থ পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স মিলনায়তনে সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, এশিয়ান কারাতে রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাইকেল হানস্‌, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক  জাতীয় কোচ তেতসুরো কিতামুরা ও বাংলাদেশ কারাতে রেফারী কমিশনের সভাপতি তুলু উস শামস

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক নয়না চৌধুরী।

গত ৮ ও ৯ দুইদিন অনুষ্ঠিত এই সেমিনার প্রশিক্ষণ প্রদান করেন এশিয়ান কারাতে রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাইকেল হানস।  উল্লেখ্য যে, কারাতে রেফারী লাইসেন্সিং পরীক্ষায় সারা দেশের ২২৬ জন রেফারী অংশ গ্রহণ করে। তন্মধ্যে ১১১ জন কারাতে রেফারী লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়।

এছাড়া যশোর জেলা ক্রীড়া সংস্থার কারাতে পরিষদের যুগ্ম সম্পাদক  ইমরান হাসান টুটুল সহ নয়জন রেফারী পাস করেন।

জাগো/আর‌এইচ‌এম 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ