ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার সদর উপজেলায় সাতসকালে ড্রাম ট্রাকের ধাক্কায় চারজনের মৃত্যু হয়েছে। নিহত চারজনের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।
সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বটতৈল দক্ষিণপাড়া এলাকায় মন্ডল হোটেলের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চারজনের মধ্যে তিনজন মহিলা ও একজন পুরুষ।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী।
নিহতরা হলেন, সদর উপজেলার স্বস্তিপুর এলাকার হজেল হোসেনের ছেলে ভ্যানচালক মুক্তার হোসেন (৫০), একই এলাকার আজিজুল হকের স্ত্রী জেসমিন (৩০), আলামপুর হালদারপাড়ার এলাকার ভাদু মোল্লার মেয়ে রোজিনা খাতুন (২৭) এবং হালদারপাড়ার মনোরঞ্জনের স্ত্রী স্বপ্না রানী (৪৫)। তাদের মধ্যে একজন ভ্যানচালক এবং বাকি তিনজন ভ্যানের যাত্রী।
এঘটনায় আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আলামপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের শরিফুলের স্ত্রী তহমিনা খাতুন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল দক্ষিণপাড়া এলাকায় মন্ডল হোটেলের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে ঝিনাইদহগামী দ্রুত গতির একটি ড্রাম ট্রাক বিপরীতগামী একটি যাত্রীবাহী ভ্যানে সামনাসামনি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ চারটি উদ্ধার করে।
হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন। ভ্যানের একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী দ্রুতগাতির একটি ড্রাম ট্রাক একটি যাত্রীবাহী ভ্যানে সামনাসামনি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। ড্রাম ট্রাকের চালক পলাতক। তবে ঘাটক ট্রাকটি আটক রয়েছে।

