দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ১ হাজার ১৪০ জনের শরীরে। আগের দিনই এই সংখ্যা ছিলো ৮৯২ জন। হিসাবে আগের দিনের চেয়ে ২৪ ঘণ্টায় সংক্রমণ বেশি শনাক্ত হয়েছে প্রায় আড়াইশ।

এদিকে, এর আগে গত ২৯ সেপ্টেম্বর একদিনে ১ হাজার ১৭৮ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিলো। এরপর আর কোনো দিনই দেশে একদিনে হাজারের বেশি মানুষের শরীরে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়নি। অর্থাৎ তিন মাসেরও বেশি সময় পর একদিনে সহস্রাধিক মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু হয়েছে ৭ জনের, আগের দিন যে সংখ্যা ছিলো তিন জন। আবার নমুনা পরীক্ষার বিপরীতেও শনাক্তের হার বাড়ছে। আগের দিনের ৪ দশমিক ২০ শতাংশ থেকে গত ২৪ ঘণ্টায় এই হার বেড়ে হয়েছে ৪ দশমিক ৮৬ শতাংশ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. জকির হোসেন খানের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণের তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ