বিনা শুল্কে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি আমদানি করতে পারবেন এমপিরা

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: সংসদ সদস্যরা (এমপি) এখন থেকে বিনা শুল্কে বৈদ্যুতিক গাড়ি ও হাইব্রিড জিপ আমদানি করতে পারবেন।

বুধবার (৫ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

তাদের জন্য এই সুবিধা এমন সময় ঘোষণা করা হলো যখন দেশে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির বিষয়ে আগ্রহ বাড়ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সুবিধা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

তালিকায় হাইব্রিড জিপ ও বৈদ্যুতিক গাড়ি যুক্ত হওয়ার আগে সংসদ সদস্যরা সর্বোচ্চ ৪ হাজার ৫০০ কিউবিক সেন্টিমিটার ধারণক্ষমতার ইঞ্জিনসহ গাড়ি বিনা শুল্কে আমদানি করতে পারতেন। বেসরকারি আমদানিকারকদের ক্ষেত্রে এর জন্য ৮৯ থেকে ৮২৬ শতাংশ পর্যন্ত শুল্ক প্রযোজ্য।

১৯৮৮ সালের মে মাস থেকে এনবিআর সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির এই সুবিধা চালু করে। সেটিই বিভিন্ন সময়ে পরিমার্জন করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ