তারেক রহমানের যশোর সফর ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উৎসবের আমেজ: প্রস্তুতির তদারকিতে অনিন্দ্য ইসলাম অমিত

আরো পড়ুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘ প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তন ও যশোর সফরকে কেন্দ্র করে সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক অভূতপূর্ব উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী কয়েকদিনের মধ্যে তিনি যশোরে আসছেন—এমন আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই জেলাজুড়ে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে।
এই ঐতিহাসিক জনসভাকে সফল করতে এবং প্রস্তুতির মাঠপর্যায়ের তদারকি করতে আজ শুক্রবার সকালে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠ পরিদর্শন করেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর সদর-৩ আসনের মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
পরিদর্শনকালে অনিন্দ্য ইসলাম অমিত মাঠের ধারণক্ষমতা যাচাই করেন এবং সমাবেশের মঞ্চ তৈরির নির্দিষ্ট স্থান নির্ধারণসহ সার্বিক নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “তারেক রহমানের এই সফর যশোরের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতাকে বরণ করতে সাধারণ মানুষ মুখিয়ে আছে।”
এ সময় মাঠ পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন:
* অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সভাপতি, জেলা বিএনপি।
* মুনীর আহম্মেদ সিদ্দিকি বাচ্চু, সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি।
* মিজানুর রহমান খান, বিএনপি নেতা।
* আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা।
* আনছারুল হক রানা, সদস্য সচিব, জেলা যুবদল।
নেতাকর্মীরা জানান, তারেক রহমানের এই জনসভাকে কেন্দ্র করে শুধু যশোর নয়, পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও লাখ লাখ মানুষের সমাগম ঘটবে বলে তারা আশা করছেন। সমাবেশ সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে ইতিমধ্যে একাধিক প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ